ধুলো মাটি জলে
বেড়ে বেয়ে উঠেছে,
স্নেহ মায়া যতনে
এখানে হৃদয় ফলেছে ।
একদিন উড়েছিল দগ্ধ ডানা
অসীম নিরুদ্দেশে একটানা,
আপন আকাশ হয়ে ছিল পাশে
গভীর হৃদয় ভালোবেসে।
ঘনিষ্ঠ আকাশ অমল নি:শ্বাস
এক হয়েছিল মুখোমুখি
স্বর্গ থেকে উড়ে এসেছিল
প্রেমের প্রজাপতি,
মোহ মায়া স্বপ্নে
জীবনের আহ্লাদ ,
মুগ্ধতায় মন মগ্নে
সুবাতাস বয়েছিল অবাধ ।