চোখের আলো
কাইরা নিল বন্ধুর পিরিতে,
আমি হইলাম কানা
পাগল একখানা গ্রীষ্ম বর্ষা শীতে।
বিচ্ছেদে প্রেম হইলো সৃজন
কিছুই দেখে না বন্ধু ছাড়া অবোধ মন,
বন্ধুর পিরিতে হইলাম কানা
পাগল একখানা গ্রীষ্ম বর্ষা শীতে।
ব্যথা দিয়া ভাসিয়া ভাসিয়া অকূল পাথার
নিভিয়া গেল সব চারিদিক শুধুই আঁধার
উচ্ছেদ হইয়া হইলাম বানভাসী
বন্ধু আমার এমন প্রেম কান্দি বারোমাসি,
বন্ধুর মায়া ঠিক একদম
এমন এক বিষম ভ্রম
ছুঁতে গিয়েও ছুঁই না
হয়ে যায় যদি এক চুল কম,
বন্ধুর পিরিতে হইলাম কানা
পাগল একখানা গ্রীষ্ম বর্ষা শীতে।।