নাড়ের খবর দেয় দাবড়
লোকের কানে কানে,
হাড়ির খবর পাড়ার লোকে
জানে জনে জনে ।
হাড়িতে হরহামেশা
হাড়িতে রঙ্গ তামাশা,
হাড়িতেই মেটে পেটের আশ
হাড়িতেই হট্রগোল করে বসবাস ।
হাড়িতেই হাড়ে হাড়ে
হাড়িতে খেলা জমে সাধু সঙ্গে,
হাড়িতে গঞ্জে গ্রামে
হাটে হাড়ি ভাঙ্গে ।