(এক)

গাছে গাছে পাখিদের
নিবিড় মুখরতা  
ফুলে ফুলে গুঞ্জন
ভ্রমরের ব্যাকুলতা ,

মনেতে ভরে থাকা
অনাগত ফুলকলি
আহা সেই স্মৃতিময়
সোনার দিনগুলি  ।

চাঁদ ফুল জোছনা
ছিল হৃদয়ের  ঠিকানা,
এখনো মনে হয়
সেই পৃথিবী প্রেমময় ,

ছিলে তুমি ছিলে ,
আমরা দুজনে মিলে
ফুলের সুবাস নিতে
ফিরে যাই হারান পৃথিবীতে  ,

যত্নে বেড়ে উঠত স্বপ্ন
দুজন  দুজনাতে মগ্ন ,
হায় ফুরিয়ে সেই লগ্ন
রাধার ব্যথায় কাঁদে কৃষ্ণ |


   (দুই)

  মায়াবী পৃথিবী

একটুখানি মিষ্টি অনুভূতি
জীবন জুড়ে থাকে ,
স্মৃতির আলো ছড়ায় দ্যুতি
মায়াবী পৃথিবী ডাকে ।

আপন  মায়াজীবি
মায়াতে বেঁচে থাকি
স্বপ্নের কাছাকাছি
মায়াবী সেই পৃথিবী ।

সেই পৃথিবীর জন্য
মনে হয় সব শূন্য,
একলা একা সংগীহারা
ডেকে মেলেনা সাড়া।