বিষয়-মোহে মন জড়িয়ে
মনের ভিতর কলুষ,
আয়না-মহলে খুঁজে পাবেনা
শুধুই  বাহ্যিক জৌলুস ।

সত্য ভুলে মিথ্যের মোহে
কলুষতার  বিলয় ,
গুরুর প্রেম-সিন্ধুকুল বহে
আলোর হবে উদয় ।

গুরুর চরণদাসী দিবানিশি
পাইতে গুরুর কৃপাকনা
জ্ঞান অন্বেষণ গুরু  দর্শন
রূপ মনোহর করো সাধনা ।