ও নারী!
তুমি ছাড়া শুধুই ইট পাথরের বাড়ি
কেউ নেই হাত দুটো শক্ত করে ধরার
কেউ নেই গৃহটুকু ঘর বানাবার;
সেই কামরা এখনো শূন্যই আছে
কিছুই নাই শুধু বিষাদটুকু কাছে
একটি ভগ্ন হৃদয়
দূরত্বের দূরে দুটি হয়;
তুমি ছাড়া শুধুই ইট পাথরের বাড়ি
কামরাগুলো শুনশান মৌনতার আহাজারি,
সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠি
তালাবদ্ধ সব যেন কাঁদছে কংক্রিটের খুঁটি ;
নারী তুমি ফিরে এসো
হাত ধরে পাশে বসো
ভালবাসায় ভরিয়ে দাও
কংক্রিটের বাড়ি কে ঘর বানাও ;
যখন হৃদয় গভীরে তোমার নাম ডাকে এই বুক
সাথে সাথেই ছুটে আসে তোমার স্নিগ্ধ মুখ ,
কল্পনার এই পাগলাটে খেলা চলে
শেষ টুকু শেষ হয় চোখের জলে ,
সুন্দরী সুশ্রী প্রিয়
মন কে আমায় দিও
একটি মাত্র ভুল
সরাতে পারবেনা আমাদের
তফাতে এক চুল |
Inspired by the famous lyric
'A House Is Not a Home'
by Luther Vandross