হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
সবার জন্য ছিল মায়া
ছিল সমান টান
মানুষের সেবা করাই তাঁর কাছে ছিল ফরজ
এমন নেতা কেউ ছিলনা পাওয়া নয় তো  সহজ,

ওরে তাইতো তার জন্য মানুষ
হয়েছে বেহুঁশ
আর দেশের তরে তার ডাকে জীবন করেছে দান
তিনি যে মহান
নেতা তিনি যে মহান ||

তাহারে হারায়ে আজ ঘরে ঘরে আক্ষেপ
গ্রাম বাংলার মাটি মানুষের শেখ সাহেব ,
সবার হৃদয়ে আছেন হয়ে মহামানব  ||


কুলি মুটে মজুরে
বুকে গাঁথা ছিলো পাঁজরে
কৃষকের হাসি তিনি
নতুন ধানের রোপা
সুখে দুঃখে ছিলেন পাশে
কামার কুমার ধোপা ||


শীত গ্রীষ্ম শরৎ্
মানুষের জন্য দরদ ||
তাইতো সবার হৃদয়ে  মহামানব,

তাহারে হারায়ে আজ ঘরে ঘরে আক্ষেপ
গ্রাম বাংলার মাটি মানুষের শেখ সাহেব ,
সবার হৃদয়ে আছেন হয়ে মহামানব  ||