কাছে থাকলে বুঝি না
অনুভূতি কথা কয় না
দূরে গেলেই তাড়না
আর বুঝি সয় না ,
বুঝতে পারিনা গাছের ছায়া
পাশে থাকলে খুঁজি না কিছুই,
দূরে গেলেই আসে মায়া
শত বিরহ কলহে একান্ত আপনে তুই |
বেদনা যাতনা মান অভিমান
দুজনাতে অনেক,
তবুও জানি আমরা সমানে সমান
একে অন্যের গভীরতম আবেগ |