তুই ছাড়া ভালো লাগেনা কিছু
সবই অনর্থক শুধু
তুই আমার প্রাণের আস্বাদনে
এমন সুখের মধু।।
তুই এমন মায়া বুকের ভেতর
মুগ্ধ প্রেমের সুতোয় বোনা
সম্মোহিত করেছিস আমায় তুই
জানিস প্রেমের জাদু টোনা।
তোর ছোঁয়া ব্যাকুল হৃদয়ের দোলা
এক বিন্দু যায় না তোরে ভোলা ।
তোর কাছে আছে এমন জাদুর পরশ
ভাবনাতে টেনে আনলেও হই যে বশ,
তুই ফুলের পরাগরেনুর আদর
তোর জন্য বার বার হতে পারি ভ্রমর।
তুই আমার গভীর গোপন জাদু টোনা
তুই আমার খুঁজে পাওয়া আসল সোনা,
তুই যে এমন মায়া বুকেতে আছে বোনা
তুই যে নক্ষত্র অনন্ত ভালবাসা যায় না গোনা।
তুই যে শরীর মনের সুখের আরেক নাম
তুই যে পৃথিবীতে পাওয়া স্বর্গের সমান,
তোর মত একান্ত সুখ আর কোথাও পাই না কেন
বিধাতার আশীর্বাদ তোকে মিলিয়ে দিয়েছে যেন।
তুই যে আমার অশ্রুবিন্দু কষ্ট ভোলার সারথি
তুই যে আমার নিস্তেজ পথচলার অবিরাম গতি,
তুই যে আমার অন্ধকারের জ্বলমান আরতি
তুই যে আমার অন্ধত্বের একমাত্র জ্যোতি।