বোবা চোখে
দেখি তোকে
থেমে যায় নি:শ্বাস
মায়া মুখ
ছোঁয়া সুখ
তোর বুকে বসবাস |
দীঘল চুল
বাসনার মেঘফুল
চুলের গন্ধে মাতাল মাতোয়ারা
গন্ধ বকুল
ভরেছে আঙুল
প্রেমেতে উন্মাদ দিশেহারা |
স্বপ্ন অপার
হৃদয়ের দ্বার
খুলে দিলেই অনন্ত
নিবিড় বন্ধন
ব্যাকুল মন
একটু স্পর্শে চির বসন্ত |