গল্পগুলো কাব্যহীন
দু:খ ভরা প্রতিটি দিন,
বেদনা গাঁথা প্রতিটি শব্দ
প্রাণহীন লুকোনো নিস্তব্ধ।
গন্ধ ভরা দীঘল চুল
অবচেতনে ছুঁয়ে আঙ্গুল,
অশ্রুভেজা দু:সহ রাত
গল্পগুলো দেয় আঘাত ।
গল্পগুলো সুমিষ্ট ফলের মতো
স্বাদ তবু কোনো এত তেতো,
গল্পগুলো ধীরে ফুরিয়ে যায়
বর্ণগুলো শুধুই কাঁদায়।
গল্পগুলো শুধুই ভুলের
নাম না জানা বনফুলের,
আটকে রাখলেও বেরিয়ে আসে
জানেনা কেনো এত ভালোবাসে।
গল্পগুলো যে যার মতো
অবিশ্বাস হয়ে করে আহত,
একে একে থামে কোলাহল
গল্পগুলো শুধুই চোখের জল।