জানিনা কে কার সমান
বুঝি শুধু বাড়ছে টান
মানিনা লোকের বাধা
গভীর গহীনে বাঁচে কৃষ্ণ রাধা ;
যদি বলি আমি বেশি
আড়াল থেকেই ভালবাসি
লুকিয়ে থাকুক ছন্নছাড়া.
একলা বুকে পুড়ে যারা ;
রাধার মত মন ময়ুরীর সাজ
শোভিত অলংকারে করে বিরাজ ;
আত্মার মাঝে সত্ত্বার গভীরতা
অনুভব টুকু মনের মধুরতা ,
দেহতে বেড়ে উঠছে
তাজা আরেকটি মন,
আত্মায় পুড়ে হয়ে দহন
করছি তারে সদা বহন |
হৃদয়ের গভীরতম বন্দরে
একটি মাত্র প্রশ্ন
আপনের আপন অন্তরে
কে বেশি রাধা নাকি কৃষ্ণ?