ভীষণ আপন কেউ
কেন সে অন্যের ঢেউ,
এই ভাবি মিথ্যা এই ভাবি সত্য
মূল্যহীন সব শুধু তোমারটুকুই অর্থ,
মনের মাঝে অকারণ
তবু কাটছেনা এই ক্ষণ
চাওয়া পাওয়ার পরেছে ধুম
তবুও নেই চোখে ঘুম ,
একলা একা কাঁদি
কষ্টগুলো একান্তই থাক
বুকের উপর পাথর বাঁধি
দু:খগুলো সরে যাক ,
বিশ্বাস অবিশ্বাসের দোলনা দোলে
চোখের ভেতর চোখ খোলে,
থাকে তবুও মায়াবী একটি মুখ
অবিশ্বাস ফেলে দিলে সে শুধুই আমার সুখ |