অদ্ভুত এক মায়াবী ফুল ফুটে
ঘিয়ে রং আর লাবন্য লাল ঠোঁটে,
বুকের ভেতর রং রূপের বাতি হয়ে জ্বলো
একটু খানি বিরহে সদা চোখ জল টলমলো।
অদ্ভুত মায়াবী এক বৃক্ষ অনুভবে
ঘিয়ে রঙ আর সোনালী স্নিগ্ধ অবয়বে,
খরস্রোতা নদীর মত তুমি প্রেমের প্রমত্তা
আত্মা ছুঁয়েছে আত্মা তুমি আমার সত্তা।
অদ্ভুত মায়াবী এক রূপ বাহারি নারী
ঘিয়ে রঙ মেঘের শুভ্রতায় জড়িয়ে শাড়ি,
রোদ জলের ঝিলমিলে সুধা ছড়াও অপরূপ
তোমাকে না পাওয়ার তীব্র যন্ত্রনা ভোগায় খুব।
অদ্ভুত মায়াবী তুমি টুনটুনি পাখি
ঘিয়ে রঙের পালকে সোনালিমা তাকিয়ে থাকি,
সোনালী পালক বুকের তীব্র ক্ষরণের শীতলতা
পাখি আমার নীরব প্রেমের মুগ্ধ মৌন মুখরতা।