গাছের আছে সবুজ ছায়া
জলের কাছে অবুঝ চাওয়া,
শীতল পরশ নিবিড় মায়া
একটু খানি ব্যাকুল ছোঁয়া।
জলের অতল গভীরে
সবুজ শাখার সন্তরণ,
অনন্ত বাসনার বুকে
প্রণয়ের গাঢ় অবগাহন ।
জলের সাথে সবুজের
পরম আশ্রয়
আপন মুখ ছবিতে
মোহময় হৃদয় ।
নয়ন মেলে জলের পানে
মনের আয়না ভীষণ টানে,
জলের উপর বিছিয়ে মুখ
বৃক্ষ পায় মিলনের সুখ ।