ও মন গা ভাসাইয়া দিওনা খরস্রোতে
অকারণ ভাসতে ভাসতে
শূন্য-হস্তে কি পাও
মন কেন জানেনা কোথায় যাও ?
মুর্শিদের নাগাল পাওয়া
দোয়ার সাথে থাকলে দাওয়া
ঈমান আমল এই দুটি
মন শক্ত করো তোমার খুঁটি ।
শুদ্ধি-লাভ কি আর
দেখা মেলে দর্পণে,
অন্বেষণে পাবে তারে
আপন কর্ম গুণে ।
মাটির দেহ মাটিই তবে
মিশে গিয়ে মাটি হবে ,
তরিকতের পথ দিশারী
মুর্শিদেতে পথ পাড়ি ।
ও মন গা ভাসাইয়া দিওনা খরস্রোতে
অকারণ ভাসতে ভাসতে
শূন্য-হস্তে কি পাও
মন জানোনা কোথায় যাও ?