যখন হঠাৎ
দিকভ্রান্ত হাত
শক্ত করে ধরল
মেঘগুলো সরলো ।
মোহ গড়ায়
মায়া বাড়ায়
আকাশ হয় না আর
রোদেলা পরিস্কার।
প্রতিদিন ফুলকলি
উদাসীন হয় বলি
রোজ রোজ নিখোঁজ ,
পথ জানে ভবিষ্যৎ।
শুকতারা দিশেহারা
ভুলের মাশুলে বিপথ,
উত্তাল বেসামাল জল
আঘাত করে সৈকত।
হৃদয়ের কাছে হৃদয়ের দাবী
হবে আমার বন্ধ তালার চাবি,
আড়ালের দেয়ালের নাই উত্তর
মৌন মুখরতায় জাগে সুন্দর।