ঐ কাজল ভরা নয়ন
ডুবিয়ে রেখেছি ভুবন
কাছে থাকলে বাঁচে জীবন
দূরে গেলে কাঁদে মন |
সেই চোখেতে মরণ
ভিজিয়ে রাখব দুজনাতে দুজন
কামনা বাসনা বেঁধেছে জোট
একবার ছুঁতে চায় ঠোঁট ;
ফুলেরা ঈর্ষা করে
হাসিতে পাপড়ি ঝরে
চন্দনের সুবাসে আপন
আহা হীরে গাঁথা বদন |
হিমালয় সমান মায়া ভরা
এক যে ছিল নারী
দেখলে মনে হয় কল্পনা
থেকে নেমে এসেছে পরী |