লালিত প্রেম বেড়িয়ে আসে দেয় টান
তোমাকে ভাঙ্গতে গিয়ে করি নির্মান ,
পাথরের বুকে বেদনার তরু হলুদ কান্না
সবুজ ঝিনুকের বুকে মুক্তা ফোটার তাড়না ।
দহনের রাতে গাঢ় গভীর আগুন
বুকে ফুঁসে আদিম নগ্নতা
তোমার শরীরের ঘ্রানে মগ্নতা
সুতীব্র অভিলাষ বুনো উল্লাস ,
কারুকাজ বোনা আবৃত হৃদয়খানা
খুলে দিলাম বোতাম
পিপাসার প্রখর প্রহরে
তৃষ্ণা তরী ভিড়ে খুঁজে তোমার নাম ।
ফুলের শরীরে অনুভুতি
আমি তোমার প্রজাপতি
আমার লাল নীল পেখম
ফুলের সাথে বাড়ায় প্রেম
তুমি সুন্দরী ফুল
প্রজাপতি সদা ব্যকুল ।