ফকির লালন থাকত যদি
দেখত পলি জমা ভবের নদী ,
কলিকাল ভবেতে মহাকাল
যুগের সন্ধি তবে যে ডিজিটাল ;
মানুষের উপর মানুষ করে জবর
নাই বিবেকের দাবড় ,
ঘরের ভিতর আরেক ঘর
ভাই জানেনা ভাই এর খবর ।
বিষয় মোহে নাই হুঁশ
মানুষের ভিতর নাই মানুষ ,
যার ভিতরে বাস করে কলুষ
বিবেকের শরীর হয়েছে অবশ ;
মানুষের ভিতর বাস করে পশু
কাঁপে আরশ খোদা কাঁপে ভগবান যীশু
মায়ের হাতে প্রাণ যায় কোলের শিশু
পিতার কাছে ইজ্জত হারায় কন্যা বোবা হইছে যে রিপু ।
নাই মমতা নাই যে মায়ার টান
নষ্ট মানুষের উল্লাসে ঘুমায় বিবেকবান ,
নষ্ট হয়ে গেছে সব খাটি আসল
মানুষ বুঝে না বুঝে শুধু নকল ;
তিতা মিঠা টক
সব কিছুতে ঢুকেছে ঠক ,
করল্লা গাছে মিষ্টি কুমড়া
কাঁঠাল গাছে কেমনে হয় জাম্বুরা ?
ফকির লালন থাকত যদি
মনের মানুষ খুঁজত নিরবধি,
অচিন পাখি ধরত মহাকালে
মেলে আঁখি বিরাজ করত এই ডিজিটালে |
কলিকাল মহাকাল সময় এখন ডিজিটাল
মানুষের ভিতরে মানুষ থাকেনা এখন শুধুই অন্তর্জাল ,
যন্ত্রের মন্ত্রে সবি যে বেহাত বেহাল
ফকির লালন ভাব নগরে দিবেন যে সামাল ।