(এক )

বিদগ্ধ আমি তাকিয়ে থাকি
জ্বলজ্বলে সূর্যের দিকে
সে যেন দিয়েছে ফাঁকি
দিনগুলি ছিল তাই মলিন আর ফিকে ;


কোথায় ছিলে তখন
দগ্ধ আর বিদীর্ণ ছিলাম যখন
দিনগুলি আমার জানালা দিয়ে যেত পালিয়ে
আঘাতে অসহায়  একলা আমি ছিলাম হারিয়ে

কারণ টাই অকারণ
করোনি তা
বলেছিলে তুমি যা,
দৃষ্টিতে ভাসে তোমার মুখ
অন্যের হাত হয়েছিল সুখ,


মরে যাবার মত কষ্টে
কুঁড়ে কুঁড়ে সব নষ্টে
করতে পারিনা বিশ্বাস
শুধু তুমি ছিলে আমার নি:শ্বাস;


বিদগ্ধ আমি তাকিয়ে থাকি
জ্বলজ্বলে সূর্যের দিকে
সে যেন দিয়েছে ফাঁকি
দিনগুলি ছিল তাই মলিন আর ফিকে ;


(দুই)

ভাবনাতে হারিয়ে
সময়ের পথ পেরিয়ে
জীবন উন্মেষের বীজগুলো
পরিবর্তন সূচনার বীজগুলো
রোপিত হলো,

যখন  আমি বিপদে অনিবার্য
অতীতে অস্থির,
তখন ছিল বৃষ্টি
আধার আর ধীর;

অতীতের বিনাশে
মৌনতার স্বর্গে ভেসে
জানতাম সেই সময় আসবেই
অতীত কে ছুড়ে ফেলে
জীবন   ফিরে পাবেই |

Inspired by

'Coming Back to Life'
Song by Pink Floyd
Songwriter: David Jon Gilmour