বোধে অনুভবে বিশ্বাসে
ফিরে ফিরে আসে
অভ্যস্ত স্বভাবের অভ্যাসে
ফিরে আসে চোখের পাশে।
একটু করে নেমে
একটু করে থেমে
ভালবাসা বিনিময় খুব
বুকের ভেতর ডুব।
মুখে মুখ চেপে দম বন্ধ
সুখে সুখ ঢেকে ওমে অন্ধ।
অবগাহন সুখ সন্তরণ জলরাশি
ফিরে আসো তাই ফিরে ফিরে আসি।
ভালবাসার নক্ষত্র বর্ণিল লাল
আজ শুধু কংকাল
বিছিয়ে রাখা মায়াজাল
প্রেম মাতাল বেসামাল
ধূসর নীলিমায় ভাসে
ফিরে ফিরে আসে ।