কেন এমন হয় বার বার
একে একে বন্ধ হয় দুয়ার,
হারিয়ে  মন থাকে না মনে
পুড়িয়ে জল চোখের কোণে।

অভিমানের এ কেমন খেলা
যন্ত্রণায় ডুবে কাটে বেলা,
বিজন ব্যথা যায় না বলা
একলা একা পথচলা।

কেন এমন হয় বার বার
অন্তর পুড়ে হয় ছারখার,
মেঘের মগ্নতায় ছেঁয়ে থাকে আঁধার
সুখের সারথি ফিরে আসো আবার।