জানি সে আসবে না আর
সাহস নেই সন্মুখে ঘুরে দাঁড়াবার,
ব্যথার পারদ বেড়ে বেড়ে পাহাড়
মুখে বুকে যন্ত্রণা আর হাহাকার।
সত্য ভালোবাসার স্নিগ্ধতা বুঝলে ফিরবেই
মন পাখি দিশেহারা হারিয়ে ফেলেছে খেই,
বুকের গভীরতা ছুঁয়েছি আমি তোমার সেই
সবকিছু আছে আমার কাছে শুধু তুমি নেই।
জানি তুমি ফিরে আসবে না আর
সস্তা সামান্য নয় বিষয় বাঁচা মরার,
ভালোবাসা পুড়ে নিঃশেষ নাই আকার
ক্ষোভ ঘৃণা ফুঁসে উঠেছে যার যার ।
অতিমাত্রায় অধিকার বুক কাতরায় পাখি তুমি কার
জানি ফিরে আসবেনা কখনো আর,
ছুঁড়ে ফেলেছি তবুও কেন বার বার
অবচেতন জুড়ে সব করো গাঢ় অন্ধকার।