শরীরে নাই জায়গা
কষ্ট কোথায় রাখি,
বন্ধুর এমন মায়া
যন্ত্রণায় ভিজে আঁখি।
শরীরে নাই জায়গা
কষ্ট কোথায় রাখি,
কেমনে সম্ভব এতো অনুভব ছেড়ে
উড়াল দিলো পরান পাখি।
একবার যদি আসে বন্ধু
পথ পানে চেয়ে থাকি,
শরীরে নাই জায়গা
কষ্ট কোথায় রাখি।
সর্বস্ব দিছি তুইলা
নিজের সব অংশ,
নি:স্ব কইরা গেছে ভুইলা
করে আমায় ধ্বংস।
দু:খে ভরল জীবন
কান্দে পরান কান্দে মন
এ কেমন বেঁচে থাকা
কষ্ট রাখার নাই জায়গা ।
নাই জায়গা একচুল
কষ্ট কোথায় রাখবে বাউল,
উঠল বেদনার জোয়ার
বন্ধু বিহনে শুধুই আঁধার।