এত দিন পরে কেন হাত ধরে
ফিরে আসো স্বপ্নে বার বার,
দিনগুলি কেন যেন মনে পড়ে
সময়ের পলি জমে জমে পাহাড়।
এতদিন পরে মন আনচান করে
ভরে উঠেছিল জীবন খাতায়
সময়ের সোনালি পাতায় পাতায়
কেন তা ফিরে এসে কাঁদায় ।
এতদিন পরে কিছুই নেই আগের
ভালবাসা মরে ক্ষত সেই দাগের
সময়ের আগমন সময়ের বিদায়
বাঁধা জীবনের নেই উপায় ।
এত দিন পরে
সুখে গুলো দুখ হয়ে ঘোরে ,
ভালবাসা আর মায়া কেন মরে
দগদগে বুকের ভেতরে ।