ছুঁতে আকাশের  নীল অজানা
পাখির কাছে চাইছি ডানা,
মেখে সোনালী রোদ্দুর
একসাথে যাব সুদূর।

অনুভূতি বিলিয়ে সব উজাড়
এতো আলোর এই আঁধার
তোমার আর আমার ।

বিষণ্ণ জোয়ারের হাহাকার
জমে জমে বিশাল পাহাড়,
এত আলোর এই অন্ধকার
তোমার আর আমার ।

গভীর গহন কাল
প্রেম-সুধায় মাতাল
পেয়ে হারাতে একসাথে
দুয়ার হয়েছে বন্ধ দুচোখ অন্ধ,
নেই আর  নিস্তার,
এত আলোর এই অন্ধকার
তোমার আর আমার ।


কার নাম ভাসে বাতাসে
নীল খাম সবুজ ঘাসে।
চেনা গায়ের গন্ধের সুবাসে
কাশফুলের শুভ্র কাশে ,

তোমাকে মনে পড়ে সারাদিন ধরে
কেন নিভিয়ে দাও নিভে যাও বার বার
এত আলোর এই অন্ধকার
তোমার আর আমার ।