বুকে নিঃশ্বাসে তুমি
বাতাস হয়ে চলো,
হাওয়া হয়ে তুমি উড়ো
আমি সেই হাওয়ার ধুলো ।
বলো আমার মত কে আসবে
এমন করে ভালবাসবে ,
চোখ হয়ে নিঃশ্বাস হয়ে পাশে থাকবে
আমার মত এমন করে তোমায় ভালবাসবে ।
দৃষ্টির সীমানা তোমার কাছে এসে থামে
চোখ তোমার চোখের পলক হয়ে নামে ,
কাছে দূরে যেখানেই থাকো আছ এই নজরে
জানো না চোখ পড়ে চোখের ভাষা অগোচরে ,
তোমায় পেয়ে
স্বপ্নগুলো অগোছালো
হাতে থাকেনা সময়গুলো
কল্পনায় ভাসে এলোমেলো ।
আমার হাসি আমার খুশি
সব তুমি
তাই একদিন না দেখলে
সবুজ হয় বিরান ভুমি,
অসময়ে শুরু হয়
বেসামাল ঝড় বাদল ,
একদিন না দেখলে তোমায়
সত্যি হয়ে যাই পাগল ,
বলো আমার মত কে আসবে
এমন করে ভালবাসবে ,
চোখ হয়ে নিঃশ্বাস হয়ে পাশে থাকবে
আমার মত এমন করে তোমায় ভালবাসবে ।
Inspired by Manoj Muntashir