তুই যে আমার মেঘলা দিনের
সূর্য উঠা ভোর,
আমার মতন এমন আপন
কেউ হবেনা তোর ।
তুই যে আমার ভীষণ দহন
একান্ত বোধ,
তুই যে আমার শূণ্যতার শীষ
ভালবাসার শোধ ।
তুই যে আমার আপন বিষাদ
মনের ভিতর জোর ,
আমার মতন এমন আপন
কেউ হবেনা তোর ।
তুই যে আমার বিষণ্ণ দিনের
স্বপ্ন সুখের ঘোর ,
আমার মতন এমন আপন
কেউ হবেনা তোর ।