(এক)
ফাগুনে আবার আগুন
তেষ্টা গলা শুকিয়ে কাঠ
মাঝে মাঝে এভাবে জাগে সবুজ মাঠ
আজন্ম বোধের মতই দ্বিগুণ;
কষ্টের মাঝে সুখ টুকু বের করি
তারার বুকে তারার জ্বালা
রঙ্গিন প্রজাপতি হাতে ধরি;
শিমুল ফুলের মিলন মালা
মুখে না বললেও তা কবিতায় বলি।
(দুই)
আবোল তাবোল
এলে বেলে ভাবনা
একটু সুঁচের মত
বুকে বিঁধে যাতনা ;
অবচেতন মন বলে আমায় ছেড়ে
সে যদি দেয় ডুব ,
নিজের অজান্তে
সে যে ভোগাচ্ছে খুব।