মুখে যায় না বলা থাকে যা গভীরে
মনে থাকে ভালোবাসা নয় শরীরে ,
শরীর শুধু আকর্ষণ প্রকাশ মাত্র
যাচাই করো কোনটা পাত্র আর অপাত্র।
নদী বাদ দিলে হয় না যেমন তীর
তেমনি মন কে রেখে অর্থহীন শরীর,
হোক শিহরণ পরম পূলক তা ক্ষণস্থায়ী
হুট করে সুখ কুড়িয়ে চলে যায় পরিযায়ী।
সময়ের চাকায় যেদিন শুকিয়ে যাবে গোলাপ
জীবনের পাতায় পাতায় ফুরাবে এই উত্তাপ,
বুঝবে বিশুদ্ধ অনুভূতির টান হয় না অভিশাপ
বুঝবে শরীর আর মন তফাৎ ভালো আর খারাপ।
কেনো অহং বোধ কে এত উঁচু মনে করো
ভালোবাসাতে থাকে না কে ছোট কে বড়ো,
আঘাত প্রতিঘাত ভুল স্বীকার আর ক্ষমা
সবটুকুই ভালোবাসা হবে না ছোট জেনো প্রিয়তমা।