বুঝতে পারনা কেন
জলের গভীরতা,
শুনতে পাওনা কেন
নদীর বুকের ব্যথা।

কার জন্য বয়ে চলা
ঢেউ গুলো বলে কথা,
যার জন্য এত বলা
জলের শরীরে মুখরতা,

একটু যদি  বুঝতে
জলেই নদী খুঁজতে
ঘুমহীন  ক্লান্ত চোখের
ঘুম হয়ে চোখ বুজতে।


একটু যদি বুঝতে
চোখের নদীর কথা কইতে
কার জন্য বয়ে চলে
নিজে নিজেই খুঁজতে।