১)

প্রজাপতি মনে খরোতাপ
একটি লাল গোলাপ ,
পথ চলার পিপাসা
আঁধারে আলোর ভালবাসা ।

প্রজাপতি বুকে ভীষন চাপ
একটি টকটকে লাল গোলাপ
অসীম দু:সহ বেদনার গভীর
তিলে তিলে গড়ে প্রেম নীড়,

প্রজাপতির ডানায় পরেছে ছাপ
একটি অনিন্দ্য গোলাপ,
বুকের পাঁজরে অনন্ত আকাশ
নীল হৃদয় করেছে গ্রাস ।

বহো প্রজাপতি মন
কাঁটার যন্ত্রণায় দহন
বুক ফাটা বিলাপ
বাসনার লাল গোলাপ ।

সবুজ ভূমিতে সোনাফলা ধানের মত
সুতনু তোমার উর্বর নন্দন ,
প্রাণ ভোমরার স্নায়ুতে গোলাপ
তুমি আকাংখার অবগাহন ।




২)

শিশির স্নাত সবুজ দূর্বা ঘাস
জলের ঝিলমিল নরম বাতাস ,
কামনার এমন মিহি উৎসব
রাঙা মেঘ বেয়ে আসে অনুভব ।

বুকের তলে ফাগুনের জলে
বেড়ে উঠে সবুজ ঘাস ,
পরিপূর্ণ গাছের বিশ্বাসী ছায়া
যেন সদা করো বসবাস ।

অবদমনে নামে শিশির জমে
নীরব সোহাগে হিম ,
বনফুলের ঘোরে যাবে সরে
ব্যথিত গোলাপ রক্তিম ।