দেহ বেঁচে থাকে
মন যে মৃত ,
ভাগ্য অনিবার্য গতি
বেদনায় পরাজিত ।
পেতে পেতে সব যে
হয়ে গেছে অপহৃত
প্রাণহীন মন বোবা আকুতি
দাঁড়িয়ে থাকে জীবন্ত মূর্তি ।
নিবিড় বসন্তে পাতা ঝরে না
ফোটে না ফুল
গভীর অনুভবে বোধ শূন্য মন
অস্থির ব্যাকুল ।
কাঁদে মন কাঁদে
সবুজ প্রকৃতি
বিরানভূমি বাঁচে শুধু
অবয়ব আকৃতি ।
আপন মানুষ যায় সরে
মায়া মমতাহীন মন মরে,
অনুভূতির পারদে অনুত্তাপ
লেগেছে ধ্বস ,
পরিসীমা ডিঙ্গিয়ে জেগে
উঠার নাই সাহস ,
ভেতরে অন্তঃসারশূন্য হয়ে
শুধু বাহ্যিক খোলস ।
তবুও বেঁধে রাখে
সেই মায়াজাল
তাতে বাঁচেনা শরীর
বাঁচে কংকাল ।