ছুঁড়ে ফেললেই মিটবে দেনা
বুকে পুষো কেন তীব্র ঘৃণা ?
প্রতিমা গড়ার আগেই বিসর্জন
ধ্রুবসত্য প্রেম বাঁচে চিরন্তন ।
আমি উগ্র গ্রীষ্ম
তুমি কনকনে শীত,
দুজন দুজনার সম্পূর্ণ
একশত আশি ডিগ্ৰী বিপরীত ।
তবু উন্মাতাল চাওয়া
বোঝেনা অবুঝ মন
এক তরফ ভালবাসা
যতই দাও নির্বাসন ,
অমল নি:শ্বাস অনিন্দ্য ভালবাসার
স্নিগ্ধ অপরূপ
ভূমিকম্পে তছনছ যেন
মৃত অনুভুতির স্তূপ ।
ভেংগে দিলেই বিচ্ছিন্ন নয়
আরো আরো বাড়ে
ছুঁড়ে দিলে উত্তাল সাগরে ডুবেনা
ফিরে আসে হৃদয় কিনারে ।
অসম্ভব অন্ধ যতই
হোক দুয়ার বন্ধ
দূরে ঠেলতে কেউনা পারে
ফিরে আসবই তোমার দ্বারে ।
(শাপাই)