বইছে সুবাতাস সমৃদ্ধির আবেশ
অজস্র ত্যাগে পেয়েছি
আজকের বাংলাদেশ,
তোমার আমার সবার স্বপ্ন
আর আস্থায় গড়ছি দেশ
স্বপ্নের বাংলাদেশ।
সময়ের অগ্রদূত কর্মবীর
উজ্জ্বল খুব সফেদ
একজন স্বপ্নদ্রষ্টা
আপনি আপামর জনতার আশ্রয়।
দ্যাখো অবাক সূর্যোদয়
যে আলো করেছে জয় হৃদয়,
ফুরিয়ে ব্যথিত অতীতের সমারোহ
এনেছে পরিবর্তন ভীষণ অর্থবহ ।
রাত দিন সদা অহর্নিশ
প্রথম ভরসাস্থল পুলিশ,
জয় করতে মন আপামর জনগণ
তাঁর নেতৃত্ব সময়ের প্রয়োজন।
সমাজ বদলের নিপুণ কারিগর
সকলের আস্থার অনন্য সম্ভার,
কালোর মাঝে আলোর অরুণিমা
জনগণের আকাঙ্খায় ভরা হৃদয় পরিসীমা ,
সময়ের অগ্রদূত কর্মবীর
উজ্জ্বল খুব সফেদ
একজন স্বপ্নদ্রষ্টা
আপনি আপামর জনতার আশ্রয়।