আকাশে উৎসুক চেয়ে থাকি
ভাসমান মেঘের ভেলায় ,
একদিন পরিযায়ী পাখি
ছুঁয়েছিল মোহে মায়ায় |
আমাকে উড়িয়ে ডানাতে
পালকে ভাসিয়ে অজানাতে
শান্ত করে ঝড়ো হাওয়ায়
বুকে নিয়ে ব্যাকুল পাওয়ায় .
একদিন পরিযায়ী পাখি
এসে দিয়ে গেছে ফাঁকি ,
আলোগুলো হয়ে যায় আঁধার
সোনালী স্মৃতিরা ধূসর বারেবার;
আকাশের পরিসীমায় দিগন্ত থেকে দূরে
সোনালী পিঙ্গল পাখিরা উড়ে
বেদনার করুণ সুরে
পরিযায়ী পাখি খাঁ খাঁ বুক জুড়ে ;
আকাশের গভীর নীলের মগ্নতায়
চেনা স্বপ্নে স্থবিরের ভগ্নতায়
পাখির কলরবে মুখর মৌনতায়
পরিযায়ী পাখি ভালবেসে হারায় |