সবটুকু অনুভব আছে
মনের খুব কাছে,
সারাবেলা বুকের মাঝে
চেনা সুর বাজে ?
গভীর সখ্য একটি বৃক্ষ
পরতে পরতে মায়া,
শীতল ছায়া থাকুক গোপন
বুঝি আত্মার মত আপন।
মায়া হয়ে আছে
বুকের খুব কাছে
সবুজ শ্বাস দেব বুক ভরে
একবার তুমি এসো সময় করে ।
একটু তুমি আসো সময় করে
আপন ঘ্রাণ গুলো দিব ভরে
দুজন দুজনাতে হয়ে বুঁদ
সুবাসে স্পর্শে হবে ডুব।