তুমি চলে যাবার পর
পৃথিবী হয়েছে বদল ,
তুমি চলে যাবার পর
শূন্য স্থান হয়েছে দখল ।
যেথা ছিলাম সেথা যাই ফিরে
মনে হয় আছো আমায় ঘিরে
সেই মুহুর্ত গুলো আবারো ডাকি
যদি তুমি থাকতে আমার পাখি !
তুমি চলে যাবার পর
ভীষণ নিঃসঙ্গ চিত্ত
তুমি চলে যাবার পর
সব এলোমেলো নিত্য
সব জায়গার স্মৃতিগুলো
টেনে আনে সব স্পষ্ট
মনে সেই দিনগুলি
যদি থাকতে আহা কষ্ট ।
সেই একাকী রাতগুলো পুড়ে
তোমাকে পেতে লড়ে ,
তুমি চলে যাবার পর মরণ
হৃদয়ে রক্ত ক্ষরণ ।
*** স্করপিওন দ্বারা অনুপ্রাণিত