১)

একটু এগিয়ে একটু থামে
আরেকটু তবে,
এক হাত বেয়ে উঠে
তিন হাত নামে ।

ভালবাসা ভালোলাগা সময়কার
নাইকো সেই প্রমাণ ,
এক পা এগিয়ে কেন
তিন পা পিছান ?

বলছো ভালবাসা
বলছো সবটুকু সুখ,
কাছে যেতে মানা
চাইলেই গোমরা কেন মুখ ।

ভিজবেনা অঙ্গ
অকারণ নামা জলে,
মন ছাড়া জাগবেনা
শরীর ডুববেনা অতলে ।


    ২)

মন যে কত কি কয়
মনের ভিতর দুনিয়া হয়,
মন না চাইলেই নয়
মন চাইলে তবেই রয়।

জ্বলে নিভে দেয় নাড়া
মনের আকাশের যত তারা,
মন যে এত উতালা
মিটেনা মনের জ্বালা ।

মন বলে উড়বো
মন পাখি ধরবো,
উড়তে উড়তে ফুরায় সাধ
আশায় ভাঙ্গে বালির বাধ ।

নাই লাগাম
নাই চাওয়ার শেষ,
পাওয়াটুকু না মিটুক
চাওয়াটাই মনের অভ্যেস ।