সেই আশেতে পকেট ভরে
একটু একটু সুখ জমাই ,
মন বলছে ঠিক ঠিক
কাল তুমি ডাকবে আমায় ।
আনব সুখের বহর
ভাসাবো সুধার নহর,
গড়বো সুখ সাঁকো
যদি ঠিক ঠিক আমায় ডাকো,
যাতায়াত করবে বোধগুলো
অনুভূতি হবে বাহন ,
মনেতে এলেই ডুব
হবে দীর্ঘ অবগাহন ।
ভর দুপুরের নিস্তব্ধতা সরিয়ে
তোমার ডাকে সাড়া দিয়ে,
সুখগুলো অবিরাম দিচ্ছে তাড়া
আহা তোমার দরজায় নাড়া,
চাষ হোক জৈবিক ভুমি
আবাদী চাষী তুমি আমি,
মুখেতে আবাদ হয় মুখ
চাষ হোক এক জমিন সবুজ সুখ ।
(সেই টুনটুনি পাখি যে আমায় সারাক্ষণ ভাবনাতে ডাকে তার জন্য উৎসর্গীকৃত )