এই ছবিটা বুকের মধ্যে আরাম
এই ছবিটা অনেক কষ্টের দাম ,
মাথার ভেতর সারা দিন ধরে
এই ছবিটা খুব মনে পড়ে ।
এই ছবিটা অনন্ত আকাশের
দ্যুতিময় পূর্ণ চাঁদ
এই ছবিটা বুকের কোণে
দু:খময়ীর আপন বিষাদ ।
এই ছবিটা রোদ জলে
আভার ঝিলমিল
এই ছবিটা আপন
আনন্দ নিখিল ।
এই ছবিটা বুক জুড়ান
অমল নি:শ্বাস
এই ছবিটা রুক্ষ দিনের
শীতল সুবাতাস ।