দুজন দুদিকে দাঁড়ানো
খুঁজি সেই সব হারানো
তরুজলে ডুব দিয়ে অমৃতসুধা
বিভ্রান্ত বাসনায় আজ দ্বিধা ,
আবেগ বিমোহিত হৃদয় অরণ্য
তোমার মাদকের নেশায় আচ্ছন্ন,
বুকে টেনে নিয়ে অবাধ প্রশ্রয়
নারী তুমি ভালবাসার বিলাস অপচয় ?
অসময়ে উত্তাল বুকের তুফান
আগলে রাখা কষ্টে ভাংগে বান ,
পাথর চাপা সবুজ ঘাস
খুঁজে ফিরে আপন আকাশ ,
আগুন উদগীরণ জটিল যৌবন
গ্রাস করে দাহ্য মন
ধমনীতে বহে সূক্ষ্ম অপরাধ
নারী তোমাকে ছুঁয়ে করেছি পাপ ?
হু হু করে ব্যথাতুর অন্তরে
দু:সহ দাহ অজানা উদ্বেগ ,
অনিদ্র দহন অনুশোচনার অনল
সারাবেলা পোড়ায় প্রেমের বিচ্ছেদ |