তুমি আমায় কেমনে এতটা বোঝ?
বুকের মধ্যে নাইবা মুখ গুঁজো
তবুও  চোখে না দেখেও সব দেখো
পাশে না থেকেও পাশেই থাকো ,

মন বুঝলে মনের ব্যথা
বলতে পারে সব কথা ,
মন বুঝলে  মনের ভাষা
দূরে থেকেও  কাছে আসা ,

মন জানে
মনের ব্যাকুল টানে ,
এমন ভাবেই
তারে পাবেই,

তোমার আমার
যৌথ খামার
অতল গভীরে অনিবার্য হোক
শিকড় হয়ে বাড়ে মনের সংযোগ ।

মনের যোগাযোগ
এমন উচ্চগতি,
মনে হয় এটাই বুঝি
আমার বিশুদ্ধ অনুভূতি ।