পাখির মত মন বানাতে
চায় ছোট এক নীড়,
আকাশ হবে তুমি আমার
একটা আপন পৃথিবীর?
না জেনে চোখ বুঁজে
ডুব দিয়েছি অথৈ
তোমার বুকে একটা
নীল পদ্ম ফোটাবোই।
আমি তোমার কেউ নই
আমি অনেক দূরের,
পাথরের পিপাসা হই
জল তরঙ্গের সুরের।
হয়ত আমি হারিয়ে যাব
নয়ত আসব ফের,
ষোলকলায় অনুভব বুঝে
নেব সব জের।
কখনও যদি ফুরায় কাব্য
বোধগুলো লেখার কালি,
তখন চোখের জলে লিখবো
দু:খ নদীর করুণ ভাটিয়ালী।