বেদনার নীল যায় না ঢাকা
সাদা সুখের প্রলেপে ,
অমূল্য ধন ভেবে বুকে রাখি যাকে
সেই তো ধরে মনের মুখটা চেপে ।

আপন মানুষের দুঃখ কি আর
হয়রে আপন ,
যারে ভাবি সুখ 
সেই তো কাঁদায়
সেই ভাঙ্গে মন ।

যারে ভাবি বুকের পাঁজর 
সে দেয়  ব্যথার আঁচড়, 
সেই তো  হৃদয় করে ভাংচুর
রাখি যারে বুকের ভিতর;

সাজঘরে সাজতে 
শুধুই দুঃখের উত্তাপ  ,
সুখের হাতটা ধরলে যেন
ফণা তোলে সাপ ।








২)

ব্যথার বুক
আরও ব্যথা আসুক,
কত পাখি উড়ে
নয়নের ভিতর নয়ন পুড়ে ,
কত চোখ চলে যায়
দূর থেকে দূরে ।

প্রতিনিয়ত
বেদনার বিনাশ যত
তিলে তিলে বাড়ায়  ক্ষত
অস্থির অবেলার এই ক্ষণ
আমার আছে বেদনা
আর ভাঙ্গা মন ।