তাড়িয়ে দিলে ফিরে ফিরে আসে
দু:খ আমায় এতই ভালবাসে,
সুখ পাখি নেই পাশে
মন এখন পরিণত দু:খ দাসে ।
সুখ হয়ে ক্রমে ক্ষয়ে ক্ষয়ে
আমার কাছে দু:খ আসে বলে কয়ে,
দু:খ আমায় এতই ভালবাসে
খুব আপন কোন কষ্ট বিলাসে।
ভীষণ রকমের সুখের অসুখে
দু:খ ঘুমায় আমার বুকে,
জড়িয়ে ধরে একসাথে বসবাসে
দু:খ আমায় খুব ভালবাসে।
বোধে ভালবাসার শোধে দু:খ হাসে
দু:খ আমায় ভালবাসে সুখের অভিলাষে
দু:খ আমার খুব চেনা তবু ছলনা
পেয়ে পেয়ে হলাম দু:খের ঠিকানা।