অন্তরের সেই ঘ্রাণ কামিনী
গাঁথে সুর দুঃখের রাগিণী
আবছায়া হিম বহে রজনী
বোবা কান্নায় ডাকে মন স্বজনী,
একটু ঠাই পাবার আশায়
সুখের সুর ভাসে কুয়াশায় ,
ভালবাসার সব চিরন্তন বানী
হয়ে দুঃখের রাগিণী
বেদনায় ভরে গেছে আকাশ
মিছে কেন সুখের তালাশ ।
অন্তর টানে সুখের সুরে হাতছানি
তবুও দুঃখের রাগিণী
বিরহের সুরে একটুখানি আশ্রয়
বেদনার গানে বাঁচে ভারাক্রান্ত হৃদয় ।