স্পর্শের মত নিবিড়তা
অনুভবের পাহাড় চূড়ায়
আমাকে নিয়ে  হাত বাড়ায়
হৃদয়ভূমির স্বর্ণলতা,

অনাবিল সুখ ছুঁয়েছিল আঙ্গুল  
জাদুর পরশে মেঘবরণ চুল ,
দু:সময়ের অন্ধ বিদীর্ণ রাত  
জাদুতেই নামায় রাঙা প্রভাত ।


চোখের আড়ালে হৃদয় হাত বাড়ালে
শুধু কণ্টকাকীর্ণ সময়ের দহন
বিরহের অসহ্য বাতাস বহে
কান্নার রঙে ধূসর ভুবন ,

সারাক্ষণ সারাবেলা তুমি নাই আমি নাই
তবু এ হাত খানি হাতে ছুঁয়ে যাই ,
দেহে মনে অনুভূতির স্পষ্ট আঁতাত
দিতে পারতাম যদি এই হাত ,

অনিদ্র দহনের অদমনীয় রাত
কালো মেঘের মন খারাপের প্রভাত
সব আরো আরো যা
তোমাকে দিয়ে দিলাম এই দুহাত ,

ফেলে দাও সব আগাছা
তোমাতেই নেভা তোমাতেই বাঁচা
সমগ্র পরিসীমা জুড়ে তুমি  
অধম আমার জীবনভূমি ।