কিছুই নেই অক্ষুণ্ণ
সব বিরান শূন্য,
বুকে জমা বেদনার পাথর
ধূসর রিক্ত এই শহর ।
হাহাকার হতাশার খাদে
প্রিয় স্বপ্নেরা কাঁদে
রোদের রেণু ভরা নীড়
পলাতক আলোতে স্থবির।
মন খারাপের দিন
খরস্রোতা নদী গতিহীন
বুকের ভেতর শুনি
পাথরের কান্নার ধ্বনি ।
নির্বাক বোধ রুদ্ধ
বিরহ বিজন
দাগ কাটে ব্যথায়
ভরে বিষণ্ন মন।
মন খারাপের মেঘলা
আকাশ দীর্ঘশ্বাস বয়ে চলে,
ডুকরে কাঁদে ভালবাসা
বিস্মৃতির অতলে ।